আউটসোসিং সেক্টরে ফ্রি ট্রেনিং স্কলারশিপ দিয়ে দক্ষ ফ্রীলাঞ্চার তৈরি করে কাজের ব্যবস্থা করে দিচ্ছে সাম্রাট আইসিটি ।
এস.ই.ও. ফ্রী প্রশিক্ষণ দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং টিম এর সাথে কাজ করার সুযোগ দিচ্ছে সাম্রাট আইসিটি লিঃ

trainingschoolarship

আউটসোসিং সেক্টরে দক্ষ ফ্রিলান্সার সৃষ্টিকারী প্রতিষ্ঠান “সম্রাট আইসিটি ইনস্টিটিউট” থেকে প্রশিক্ষণ নিয়ে সাম্রাট আইসিটি লিঃ এর ফ্রীলাঞ্চার টিম এর সাথে কাজের সুযোগ করে দিয়ে বাংলাদেশে দক্ষ ফ্রিল্যান্সার তৈরির মাধ্যমে বেকার সমস্যা দূর করে দেশের সার্বিক অর্থনীতিতে অবদান রাখার চেষ্টা করে যাচ্ছে। যারা বাস্তব মুখী শিক্ষা অর্জন করে ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চান তাদের জন্য আমাদের এই স্কলারশীপ।

ফ্রী আউটসোর্সিং স্কলারশীপ প্রোগ্রামে আবেদনের যোগ্যতা:
বাংলাদেশে বসবাসরত সর্বনিম্ন এইচ.এস.সি. পাস যে কোন ব্যাক্তি এবং যাদের কম্পিউটারের বেসিক জানা আছে তারাই এই স্কলারশিপ গ্রহনের সুযোগ নিতে পারবেন। তবে গরীব ও মেধাবীদের কে অগ্রাধিকার দেওয়া হবে ।

আসন সংখ্যা: ৫০ জন নারী এবং ৫০জন পুরুষ সহ মোট ১০০ জন

মুল লক্ষ্যঃ সাম্রাট আইসিটির মূল লক্ষ্য হল বেকার মুক্ত বাংলাদেশ গড়ে তোলা ।
অনলাইন আউটসোর্সিং এর প্রশিক্ষণ দেওয়া এবং দক্ষ ফ্রীলাঞ্চার তৈরি করা এক কথা নয়। অনেক প্রতিষ্ঠান শুধু প্রশিক্ষণ দিচ্ছে কিন্তু প্রশিক্ষণ শেষে কাজের ব্যবস্থা না করে দিলে সেই প্রশিক্ষণ এর কোন মূল্য থাকে না। তাই অনেকেই ফ্রীলাঞ্চার হওয়ার স্বপ্ন দেখে বিভিন্ন প্রতিষ্ঠানে এসে নিজের শেষ সম্বলটুকো ও হারাচ্ছে। তাই ফ্রীতে প্রশিক্ষণ দিয়ে দক্ষ ফ্রীলাঞ্চারদের সাথে কাজ করার সুযোগ করে দিয়ে আপনাকে একজন সফল ফ্রীলাঞ্চার হিসেবে গড়ে তোলাই আমাদের মুল লক্ষ্য।
অ্যাফিলিয়েট হল এমন একটি সেক্টর যেখানে ফ্রীলাঞ্চেরদের কে কাজ খুজতে হয়না। বা বিট করে কাজ নিতে হয় না। আপনি ভাল ভাবে এস ই ও এর প্রশিক্ষণ নিয়ে আনলিমিটেড কাজ করতে পারবেন। তাই যারা এসইও জানেন কিন্ত কোণ কাজ করতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ।

রেজিস্ট্রেশন করার শেষ তারিখঃ ২০ আগস্ট
রেজিস্ট্রেশন লিঙ্কঃ http://www.samratictins.com/registration/

যোগাযোগঃ 01914037014, 01620233516

ShareTweet about this on TwitterShare on FacebookShare on LinkedInEmail this to someone

Sunday, September 15, 3:58 pm

Samrat ICT Video Link

Samrat ICT Ltd.

Find us on facebook

<\/body>