editing

 

editing

প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন

দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তুলতে ঢাকায় প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের আয়োজন করেছে “সম্রাট আইসিটি ইনস্টিটিউট”। ৩ মাসব্যাপি এই কোর্সে কোর গ্রাফিক্স ডিজাইন, টাইপোগ্রাফি, গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ও টুলের ব্যবহার, মার্কেটট্রেন্ড সম্পর্কে ধারণা ও অনলাইন মার্কেটেপ্লেসে কাজ করার জন্য প্রয়োজনীয় সকল বিষয়ে তাত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। একজন গ্রাফিক্স ডিজাইনার প্রতি বছরে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে ১ লাখ ডলার বা প্রায় ৮০ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারে । ইন্টার্নশীপ, লাইফ টাইম সাপোর্টের পাশাপাশি রয়েছে “সম্রাট আইসিটির সঙ্গে কাজ করার সুযোগ।

 

Our Design Sample

editing
editing
editing
editing

 

Course Outline

  • Class 1: Image File Formats
  • Class 2: Pixel vs Vector
  • Class 3: Resolution
  • Class 4: Colour Models
  • Class 5: Adobe Photoshop CS6
    • Class 5.1: Understand Photoshop Interface
    • Class 5.2: Image Editing Tools
    • Class 5.3: Importing and Organizing Images
    • Class 5.4: Layers and Masks
    • Class 5.5: Colour Correction and Retouching
    • Class 5.6: Working with Types
    • Class 5.7: Preparing, Saving and Printing Images
  • Class 6:Adobe Illustrator CS6
    • Class 6.1: Understand Illustrator Interface
    • Class 6.2: Manipulate vectors
    • Class 6.3: Creating Special Effects

 

একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজের ক্ষেত্রগুলো নিম্নে দেওয়া হলঃ
→ ইন্টার‌্যাক্টিভ মিডিয়া:
কয়জন গ্রাফিক্স ডিজাইনার তার কাজের সঠিক মূল্যায়ন ও ভাগ্যকে পরিবর্তন করার যে ক্ষেত্রটি পান সেটি হলো ইন্টার‌্যাক্টিভ মিডিয়া। এখানে বিশেষত টেক্সট, গ্রাফিক্স, ভিডিও, অ্যানিমেশন, অডিওসহ যেকেনো কিছু এবং এ সম্পর্কিত সব কিছুই নিয়ে কাজ হয়। আমার মতে ইন্টার‌্যাক্টিভ মিডিয়া হলো তেমনই একটি ভালো নিশ যেখানে একজন গ্রাফিক্স ডিজাইনার তার কাজকে প্রস্ফুটিত করতে পারেন।
→ প্রমোশনাল ডিসপ্লে:
সাধারণত যারা বড় ধরনের বা বড় আকারের কাজ করতে চান বা কঠোর পরিশ্রম করতে পারবেন তাদের জন্য এটি একটি ভালো মাধ্যম। এ কাজগুলো মূলত বিভিণœ অ্যাডমিডিয়াতে পাওয়া যায়। এখানে একজন গ্রাফিক্স ডিজাইনারকে বিভিন্ন ধরণের বিলবোর্ড ডিজাইন এবং একই ধরণের প্রোমোশনার ডিসপ্লে ডিজাইন নিয়ে কাজ করতে হয়।
→ জার্নাল:
বিভিন্ন ধরণের জার্নালগুলো (বিষয়ভিত্তিক বা ব্যাঙ্গাত্বক) ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনারদের গুরুত্ব দিয়ে থাকে। এখানে সাধারণত পাঠককে আকৃষ্ট করার কাজটি করতে হয়। এখানে আপনাকে ছোটখাটো লোগো, ইমোটিকন থেকে শুরু করে কমপ্লিট কাভার ডিজাইন করতে হতে পারে।
→ কর্পোরেট রিপোর্টস:
এটি রেগুলার জব না হলেও কম নয়! একজন গ্রাফিক্স ডিজাইনার বিভিন্ন কোম্পানির কর্পোরেট রিপোর্ট তৈরি করে ভালোমানের আয় করতে পারেন। এটা অনেকটাই প্রফেশনাল কিন্তু মোটেই বোরিং কাজ নয়। কাজের মধ্যে অনেক স্বাচ্ছদ্য বোধ করা যায়।
→ মার্কেটিং ব্রোশিউর:
এটিও অনেকটাই প্রোমোশনাল ডিসপ্লের কাজের মতো। এখানে আপনাকে বিভিন্ন কোম্পানির পণ্য বা সেবা নিয়ে ডিজাইনের কাজটি করতে হবে। একজন গ্রাফিক্স ডিজাইনার ছাড়া যেহেতু কাজটি সম্ভব নয়, তাই এখানেও আপনার কাজের ক্ষেত্রটি হতে পারে।
→ সংবাদপত্র:
গ্রাফিক্স ডিজাইনার ছাড়া সংবাদপত্র! মোটেই সম্ভব নয়। একজন গ্রাফিক্স ডিজাইনার একটি সংবাদপত্রকে ঠিকই সংবাদপত্রেরই মতো করে তোলেন। ফাইনাল লেআউট দেওয়ার জন্য গ্রাফিক্স ডিজাইনার অবশ্যই জরুরী। এখানে আপনার পেশার সন্মানটাও বেশি। তাই সংবাদপত্র একজন গ্রাফিক্স ডিজাইনারের জন্য একটি সাফল্যজনক কাজের ক্ষেত্র।
→ ম্যাগাজিন:
এটাও মূলত সংবাদপত্র ও জার্নালের মতো। তবে ম্যাগাজিনে গ্রাফিক্স ডিজাইনারের কাজের পরিমান অপেক্ষাকৃত অনেক বেশি। কারণ ম্যাগাজিনে ভিজ্যুয়াল লেআউট বেশি থাকে। তাই ম্যাগাজিনের প্রত্যেকটা প্রকাশনার জন্য গ্রাফিক্স ডিজাইনার, অবশ্যই আবশ্যক। এটাও আপনার যথোপযুক্ত কাজের ক্ষেত্র হতে পারে।
→ লোগো ডিজাইন:
একজন গ্রাফিক্স ডিজাইনারের জন্য সবচেয়ে জনপ্রিয় কাজ হলো লোগো ডিজাইন। এক্ষেত্রে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করতে বেশি সময় লাগে না। আপনার ক্রিয়েটিভিই হলো লোগো ডিজাইনের মূল কথা। প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই তার প্রতিষ্ঠানের লোগো তৈরির জন্য একজন ফ্রিল্যান্স লোগো ডিজাইনার অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনারে খোঁজ করেন। তাই আপনি সহজেই কাজ পাবেন এবং ভালো করতে পারলে তাদেরকেই আপনার রেগুলার বায়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন।
→ ওয়েবসাইট ডিজাইন:
সবশেষে বললেও একজন গ্রাফিক্স ডিজাইনারের জন্য সবচেয়ে বেশি কাজের ক্ষেত্র ওয়েবসাইট ডিজাইন। লোকাল মার্কেট বা অনলাইন মার্কেটপ্লেস যেটাই বলি না কেনো প্রতিনিয়ত ওয়েব ডিজাইনের কাজের পরিমাণ বাড়ছে। তাই ওয়েবসাইট ডিজাইন করেও আপনা গ্রাফিক্স ডিজাইনার পেশাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন নিদ্দিষ্ট লক্ষ্যে।
→ স্মার্টফোন ডিজাইন:
বর্তমান বিশ্বে ডিজাইনিং এর প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। সর্বাধুনিক স্মার্টফোন গুলোতে ইউজার ইন্টারফেস ডিজাইনিং ব্যাবহার করার ফলে হঠাৎ’ করে একটি বড় মার্কেট সৃষ্টি হয়েছে ডিজাইনিং এ। কম্পিউটার প্রফেশনাল অনেকেই কোডিং এর চেয়ে ডিজাইনিংকে বেশি গুরুত্ব দিচ্ছেন এর জনপ্রিয়তার জন্য। ডিজাইনিং এর আরেকটি প্রধান সুবিধা হল এর মাধ্যমে গ্রাহকের মনের অনুভুতিকে জাগানো সম্ভব হয় যার মাধ্যমে ডিজাইনার সৃষ্টি র আনন্দ পেতে পারেন। বর্তমানে এডোবি ফটোশপ,ইলাস্ট্রেটর, আরও কিছু সফটওয়্যার দ্বারা ডিজাইনিং শেখা যায়। প্রফেসিওনাল মানের ডিজাইনিং একই সাথে আর্থিক সাফল্য ও মানসিক তৃপ্তি দুটোরই ভাল পদ্ধতি হতে পারে।

 

Course Objectives:
Introduction

  • Welcome to Photoshop CS5
  • Making Photoshop your default image editor
  • Installing the DekeKeys keyboard shortcuts
  • Remapping Mac OS shortcuts
  • Installing the Best Workflow color settings
  • The color settings explained
  • Loading the CS5 color settings in Bridge

What Photoshop Can Do, Part 1: The Avatar

    • The power of Photoshop
    • Duplicating a layer
    • Liquifying an image
    • Adding a layer mask
    • Loading an alpha channel
    • Selecting with Color Range
    • Making a Hue/Saturation layer
    • Luminance blending
    • Mask density
    • Making a knockout layer

Setting Up ‘Shop

    • The best way to work
    • Setting General preferences
    • Changing the pasteboard color
    • File handling, performance, and units
    • Touring the Photoshop interface
    • Creating and saving a workspace
    • Changing settings and updating the workspace
    • Resetting the preferences

Opening and Organizing

    • The amazing Adobe Bridge
    • Making a new image
    • Opening an image
    • Opening and closing multiple images
    • Opening a problem image
    • Adding file information
    • Introducing Adobe Bridge
    • A whirlwind tour of Bridge
    • Adjusting the interface and thumbnails
    • Using the full-screen preview
    • Rotating images on their sides
    • Assigning star ratings and labels
    • Filtering thumbnails in the Contents panel
    • Moving, copying, and deleting files
    • Creating and assigning keywords
    • Searches and collections
    • Batch-exporting JPEG files
    • Batch-renaming
    • String substitution and regular expressions
    • Grouping images into stacks
    • Comparing images in Review mode
    • Playing images in a slideshow
    • Customizing and saving the workspace
    • Using Mini Bridge in Photoshop CS5

Navigation

    • Learning to swim inside an image
    • The tabbed-window interface
    • Arranging image windows
    • Common ways to zoom
    • New zoom tricks in Photoshop CS5
    • Hidden old-school zoom tricks
    • Scrolling and panning images
    • Viewing the image at print size
    • The Navigator and “bird’s-eye” scrolling
    • Nudging the screen from the keyboard
    • Scroll wheel tricks
    • The Rotate View tool
    • Cycling between screen modes
    • Using the numerical zoom value

Image Size and Resolution

    • Imaging fundamentals
    • What is image size?
    • The Image Size command
    • Selecting an interpolation option
    • Upsampling versus “real” pixels
    • The penalty of pixels
    • Print size and resolution
    • Downsampling for print
    • Downsampling for email
    • Options for upsampling
    • Better ways to make a big image

Cropping and Straightening

    • Frame wide, crop tight
    • Using the Crop tool
    • Fixing out-of-canvas wedges
    • Crop tool presets
    • Previewing the crop angle
    • The Crop command
    • Straightening with the Ruler tool
    • Cropping without clipping
    • Perspective cropping

Basic Color Correction

    • Making drab colors look better
    • Brightness and contrast
    • Adjusting numerical values
    • Introducing adjustment layers
    • Editing adjustment layers
    • Saving adjustment layers
    • Adding a quick layer mask
    • Introducing the Histogram
    • Working with the Histogram panel
    • Using Color Balance
    • Introducing the Variations command
    • Luminance and saturation controls
    • Fading a static adjustment
    • How hue and saturation work
    • Rotating hues and adjusting saturation
    • Creating a quick and dirty sepia tone
    • Adjusting hues selectively
    • The Target Adjustment tool
    • Photoshop CS5 Target Adjustment enhancements
    • Adjusting the color of clothing
    • Enhancing a low-saturation image
    • Refining saturation with Vibrance

Making Selections

    • Photoshop versus the real world
    • Meet the selection tools
    • Marking the center of an image
    • Drawing a geometric selection outline
    • Blurring a selection outline with Feather
    • Copy and paste versus drag and drop
    • Creating a graduated selection
    • Aligning one image with another
    • Accessing the Move tool on the fly
    • Invert and Match Colors
    • Matching colors selectively
    • Feathering and filling a selection
    • Dressing up a composition with effects
    • The incredible image rotation trick
    • The Magic Wand tool
    • Tolerance and other options
    • Grow, Similar, and Inverse
    • Quick selection and the Magnetic Lasso
    • Evaluating a selection in Quick Mask
    • Saving and loading selections
    • Placing an image with a layer mask
    • Eliminating edge fringing

Retouching and Healing

    • Brushing to correct
    • How brushing works
    • Working with spacing
    • Changing size and hardness
    • The heads-up Color Picker
    • Flipping a mirror image
    • Setting the source for the History brush
    • Brightening details with the Dodge tool
    • Darkening details with the Burn tool
    • The Sponge tool
    • Backing off edits
    • Patching eye bags
    • Evening out flesh tones
    • Smoothing away whiskers
    • Reducing shadow noise
    • How healing works
    • The enhanced Spot Healing brush
    • Using the better Healing brush
    • Introducing the Clone Source panel
    • Cloning from one layer to another
    • Working with multiple sources

Layer Essentials

    • The layered composition
    • Making a new background layer
    • Working with “big layers”
    • Move, Duplicate, and Scale
    • Transforming a copy and repeat
    • Stacking order and eyedropping a layer
    • Adjusting multiple layers at once
    • Switching between layers
    • Making a digital star field
    • Blend mode and clipping mask
    • Dragging and dropping from your desktop
    • Black + Lens Flare = glow
    • Locking transparency
    • Adding gradient layers
    • Stacking an adjustment layer
    • Adding shadow and stroke

Printing, PDF, and Web Gallery

    • Outputting from Photoshop and Bridge
    • Printing an RGB composite
    • Customizing the subjective print file
    • Gauging print size
    • Scale, position, and page orientation
    • Three important printing curiosities
    • Introducing the Output options
    • Establishing a bleed
    • Using the Color Management options
    • Generating a PDF contact sheet
    • Creating a contact sheet template
    • Saving and opening a PDF contact sheet
    • Introducing the Web Gallery
    • Exporting and editing an HTML site
    • The Airtight Photocard site

Saving Images for the Web

      • Rules of the web
      • Introducing web graphics
      • A first look at Save for Web
      • Scaling a layered image versus a flat one
      • Incremental downsampling
      • Adding text, bar, and stroke
      • Assigning copyright and metadata
      • Comparing GIF, JPEG, and PNG
      • Determining the perfect JPEG settings
      • Saving metadata
      • Working with an unprofiled RGB image
      • Downsampling graphic art
      • Saving a GIF graphic
      • Antiquated GIF versus the better PNG

 

 

Duration: 3 months. Classes are typically held 2 hours a day 3 days a week.
Fee: 15,000 Taka

ShareTweet about this on TwitterShare on FacebookShare on LinkedInEmail this to someone

Thursday, October 10, 10:22 am

Samrat ICT Video Link

Samrat ICT Ltd.

Find us on facebook

<\/body>