ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স


আউটসোসিং সেক্টরে দক্ষ ফ্রিলান্সার সৃষ্টিকারী প্রতিষ্ঠান “সম্রাট আইসিটি ইনস্টিটিউট”, এটি সম্রাট আইসিটি লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাংলাদেশে আউটসৌসিং সেক্টরে দক্ষতা উন্নয়ের লক্ষে তরুণ- তরুণীদের বিশ্বময় কাঙ্ক্ষিত ফ্রীল্যানন্সিং ক্যারিয়ার গড়তে দেশের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কয়েকজন প্রথিত যশা ব্যাক্তির অণুপ্রেরণায় অঙ্গ প্রতিষ্ঠান হিসাবে চালু হয় “সম্রাট আইসিটি ইনস্টিটিউট”বাংলাদেশের প্রতিটি জেলায় অনলাইনের মাধ্যমে আয়কে সবার কাছে বিশ্বাস যোগ্য এবং বাস্তব সম্মত করে তুলতে বাংলাদেশে এই প্রথম আমরাই পেশাদারিত্ব এবং ফুল টাইম ফ্রিলেন্সারদের নিয়ে কাজ করে যাচ্ছি । সেই সাথে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হচ্ছে হাজার হাজার বাংলাদেশি ফ্রিলান্সার । অনলাইন আউটসোসিং সেক্টরে বাংলাদেশকে ১ নাম্বার ব্র্যান্ড হিসাবে বিশ্বের মাঝে পরিচয় করিয়ে দেয়ার লক্ষে “সম্রাট আইসিটি ইনস্টিটিউট” এর একদল তরুন তরুণী দিনের পর দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছে ।

ক্রিয়েটিভ বা সৃজনশীল পেশা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। তথ্য প্রযুক্তির অন্যতম জনপ্রিয় এবং আকর্ষণীয় কাজই হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। যুগের প্রয়োজনে বর্তমানে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট অপরিহার্য। আর এই প্রয়োজনের দিকে লক্ষ্য রেখেই বাড়ছে এর চাহিদা। আউটসোর্সিং এর কাজে ওয়েব ডিজাইনের চাহিদা এখন খুবই বেশি। আর পেশা হিসেবে ওয়েব ডিজাইনারের কদর সর্বত্র। সেজন্য দরকার ওয়েবসাইট ডিজাইনে দক্ষতা অর্জন। সম্রাট এর ‘ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট’ (Web Design and Web Development) কোর্স শিক্ষিত বেকারদের বেকারত্ব দূর করতে একটি চমৎকার ও কার্যকরী কোর্স হিসেবে বিবেচিত হয়ে আসছে।

ওয়েবসাইটের ডিজাইন করার এখন পেশার ক্ষেত্র হিসেবে বেশ জনপ্রিয়। নানাভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। ভালো ওয়েবসাইট ডিজাইনার ওয়েবপেজ তৈরির পাশাপাশি ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরির কাজটি করতে পারেন। ওয়েবসাইট তৈরির এমন নানা বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে মাস্টারিং ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স।

আপনাদের শুভ কামনায় “সম্রাট আইসিটি ইনস্টিটিউট”।

  • কোর্সের মেয়াদ: ৩ মাস।
  • ক্লাস হবে: সপ্তাহে ৩ দিন।
  • মোট প্রশিক্ষণ সময়: ৭২ ঘন্টা।

পাঠ্যসূচি:

  • Introduction to Web design
  • Intro to responsive web design
  • Introduction to Photoshop
  • UI kit making
  • Web UI making
  • Overall Review
  • HTML – Elements
  • HTML – Review
  • CSS – Introduction
  • CSS – 2ndPart
  • PSD to HTML/CSS Conversion: Project 1
  • PSD to HTML/CSS Conversion: Project 2
  • CSS Grid System, Responsiveness & Twitter Bootstrap
  • Introduction to Javascript
  • Javascript & DOM
  • Javascript Library: jQuery
  • Working with jQuery
  • jQuery in Practice
  • Review & QA

মোট কথা, তিন মাসব্যাপী এ প্রশিক্ষণটিতে শুধু বেসিক ওয়েব ডিজাইনই শেখানো হবে না। তার সাথে ফটোশপ পিএসডি , সিএডিজাইন, এইচটিএমএল, রেসপনসিভ লেআউট, জাভাস্ক্রিপ্ট বেসিক এবং পিএসডি টু এইচটিএমএল কনভার্সন সহ পূর্ণ ওয়েব ডিজাইন শেখানো হবে। ওয়েব ডিজাইনের এ প্রশিক্ষণটি সমাপ্ত করার পর যেকোন ওয়েবসাইট তৈরির কাজ তো করতে পারবেনই, পাশাপাশি ওয়েবসাইটের পিএসডি তৈরি, পিএসডি থেকে এইচটিএমএল কনভার্সন, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি সংক্রান্ত কাজও করতে পারবেন।

যারা শেখাবেন:

বাংলাদেশে ওয়েব ডিজাইন/ ডেভেলপমেন্ট ক্যারিয়ারে সাফল্যজনক অবস্থানে আছেন এমন মানুষের তালিকা করলে অন্যতম শীর্ষ অবস্থানে যারা আছেন তারাই এ কোর্সটি পরিচালনা করবেন।

  • কোর্স ফি: ১৫,০০০ (পনের হাজার)
  • আসন সংখ্যা: সর্বোচ্চ ১০ জন।
  • কর্মসংস্থানে সহযোগিতা: কর্মসংস্থানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় গাইডলাইন, তথ্য ও পরামর্শ প্রদান করা হয়।
  • সম্রাট বিশেষত্ব: সম্রাট আইসিটি সরকারী রেজিস্ট্রেশন প্রাপ্ত আইটি সংশ্লিষ্ট একটি বিশেষায়িত ইনস্টিটিউট।
  • প্রযুক্তিগত সুবিধা: হাই কনফিগারেশনের কম্পিউটার ল্যাব, ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, টিভি ক্যামেরা, সাউন্ড সিস্টেমসহ আরো আধুনিক উপকরণ। প্রত্যেকের জন্য আলাদা কম্পিউটার থাকবে।
  • অন্যান্য সুবিধা: ফ্রি খাতা-কলম ও লেকচার শিট, আপ্যায়ন, শীতাতপ নিয়ন্ত্রিত প্রশিক্ষণ কক্ষ, ফ্রি ওয়াই-ফাই জোন প্রভৃতি। কোর্স শেষে শিক্ষার্থীরা Samrat ICT -এ ফ্রি প্র্যাকটিসের সুবিধাও পেয়ে থাকেন।
  • সনদপত্র: কোর্স শেষে শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে সনদপত্র প্রদান করা হয়।

 

ShareTweet about this on TwitterShare on FacebookShare on LinkedInEmail this to someone

Thursday, April 18, 4:25 pm

Samrat ICT Video Link

Samrat ICT Ltd.

Find us on facebook

<\/body>