Professional Web Design


ইন্টারনেটে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের মাধ্যমে উপার্জনের যত মাধ্যম রয়েছে, তার মধ্যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট হচ্ছে সবচেয়ে চাহিদাপূর্ণ ক্ষেত্র। মূলত বিশ্বের ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তিগত ও সামাজিক ক্ষেত্রে প্রায় সবাই ক্রমেই ইন্টারনেটের দিকে ঝুঁকে পড়ছে। সবাই চাচ্ছে, তার একটি ভার্চুয়াল ঠিকানা হোক। কারণ একটি ওয়েবসাইটের মাধ্যমে একটি প্রতিষ্ঠান একদিকে যেভাবে তার গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারে, অপরদিকে বিভিন্ন শহরে বা বিভিন্ন দেশে অবস্থিত নিজস্ব শাখার সাথে আত্ত্বযোগাযোগও সহজে এবং কম খরচে করতে পারে। বর্তমানে একটি ডেস্কটপ সফটওয়্যার তৈরি করার চাইতে ওয়েবসাইট তৈরির করতে সবাই বেশি আগ্রহী থাকে। একারণে, ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজই সর্বাধিক।ওয়েব ডিজাইন শেখা বেশ সহজ, কয়েকমাসেই শেখা সম্ভব।ভালভাবে শিখতে পারলে ওয়েব ডিজাইনের উপর প্রচুর চাকরি এবং ফ্রিল্যান্সিং এ হাজার হাজার কাজ পাওয়া যায়।আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী । কিন্তু, অনেকেই বুঝতে পারেন না যে কিভাবে কিভাবে নিজেকে ওয়েব ডেভেলপার/ ডিজাইনার হিসেবে গড়ে তুলবেন সে ব্যাপারে আপনাদের পাশে আছে “সম্রাট আইসিটি ইনস্টিটিউট” ।

Duration: 3 months. Classes are typically held 2 hours a day 3 days a week.

Fee: 15,000 Taka

ShareTweet about this on TwitterShare on FacebookShare on LinkedInEmail this to someone

Sunday, September 15, 4:17 pm

Samrat ICT Video Link

Samrat ICT Ltd.

Find us on facebook

<\/body>